• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বাউবিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

  • ''
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২৪

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শাখা ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ কর্মশালা ২২,২৩ ও ২৫ জানুয়ারি ২০২৪ বাউবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের সাথে বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু

বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু এর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার (মনিটরিং), পিএমআর ও উপ-প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ হারুন অর রশীদ, বাউবির স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক ডা: সরকার মো: নোমান, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, বাউবির চীফ মেডিকেল অফিসার ডা: এফ এম মারজানুল হক চৌধুরী, ডেপুটি মেডিকেল অফিসার ডা: শামীম রেজা সিদ্দিকী, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ হাবিবুর রহমান ও সিনিয়র মেডিকেল অফিসার ডা: ফারজানা আলম।

কর্মশালায় করোনা ভাইরাসের কারণ, প্রতিকার ও প্রতিরোধ, মহিলাদের তলপেটে ব্যাথার কারণ ও প্রতিকার এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক সাদিয়া আফরোজ সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশিদ। কর্মশালায় বাউবির বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads